শিব ভূমি – নব কৈলাশ বা 108 শিব মন্দির

463

চলছে চৈত্র মাস সারা চৈত্র মাস জুড়ে বিশেষ বিশেষ কিছু শিব ভূমি নিয়ে আলোচনা করবো , আজ আর কথা না বাড়িয়ে শুরু করি সেই আলোচনা , আজ নব কৈলাশ বা একশ আট শিব মন্দির|সারা ভারতে ১০৮ শিবমন্দির মাত্র দু’টি জায়গায় আছে। এবং এই দু’টি জায়গাই বাংলায়, পূর্ব বর্ধমানে। প্রথমটি বর্ধমান শহরের উপকণ্ঠে নবাবহাটে এবং দ্বিতীয়টি কালনাতে|সারা দেশে ১০৮ শিবমন্দির রূপে প্রচারিত হলেও কালনার এই মন্দিরের প্রকৃত নাম ‘নবকৈলাস মন্দির’,বর্ধমানরাজ তেজচন্দ্র ১৮০৯ সালে কালনার এই মন্দিরটি নির্মাণ করান যেখানে সাদা ও কালো শিব লিঙ্গের বৈচিত্রপূর্ণ সমাহার লক্ষ্য করা যায়, মনে করা হয় সাদা রং ত্যাগের প্রতীক এবং কালো ভোগের প্রতীক|কালনা রাজবাড়ি চত্বরের দক্ষিণ দিকে এই ১০৮ শিবমন্দির দু’টি বৃত্তকে কেন্দ্র করে নির্মিত। মোট ৭১টি সাদা ও ৩৭টি কালো শিবলিঙ্গ নিয়ে এই মন্দির অবস্থান করছে, ভিতরের বৃত্তের মাঝখানে রয়েছে একটি বিরাট কূপ, অনেকেই মনে করেন মন্দিরের পুজোর কাজে জলের চাহিদা মেটানোর জন্যই এই কূপ খনন করা হয়, আবার অন্য মতে এই বৃহৎ কূপটি শূন্য তথা নিরাকার ব্রহ্মস্বরূপ পরম শিবের প্রতীক|দেশ বিদেশের বহু তীর্থযাত্রী প্রায় সারা বছরই আসেন এই অপূর্ব শিব মন্দির দর্শন করতে,প্রতি বছর নীল ষষ্ঠী ও মহা শিব রাত্রি উপলক্ষে এখানে ভিড় হয় মানুষের, আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন|চলবে শিব ভূমি আগামী পর্বে অন্য কোনো শিব মন্দির,নিয়ে লিখবো হবে|পড়তে থাকুন|ভালো থাকুন|ধন্যবাদ|